হলুদ রঙের ক্ষীপ্ত বাতি
অশান্ত হয় মধ্যরাতি ,
কালো আকাশ মেঘের ঘরে
দৃষ্টিটা মোর উদাস করে…
আঁকা বাকা জীবন চাকায়
আঙুল তুলে নরক দেখায়,
বুকের পকেট খালি কে
স্তম্ভিত হই জোয়ার ভাটায়–।
জীর্ণশীর্ণ সাদা কাপড়
দাফন করে ক্লান্ত কবর
লাশের মিছিল বিশ্বজুড়ে
শান্ত থাকি কেমন করে ?
জীবন নিয়ে শংকিত নই
ধ্যানের মাঝে ব্যাকুল যে রই,
এই মিছিলে শামিল হবে
আমার দেশে কে কে আছে
সেই হিসেব ঐ প্রভুর কাছে।
গোলক ধাঁধার অন্ধকারে
আসল নকল থাকবে পরে
হে প্রভু মোর রক্ষা করো
ধ্যানের মাঝে রাখো ধরে ।