বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

লাইভ অনুষ্ঠানে বন্যাকে প্রধানমন্ত্রীর ফোন

pm_bonna_55911

 

১৩ জানুয়ারি রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন। এ উপলক্ষে সকাল ৮টা থেকে চ্যানেল আইয়ে চলছিল নিয়মিত লাইভ গানের অনুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’। অতিথি বন্যা নিজেই। হঠাৎ করেই একটি ফোনে চমকে উঠলেন বন্যা। দর্শক কাতারে দাঁড়িয়ে ফোনটি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্যাকে জানালেন জন্মদিনের শুভেচ্ছা।সাত-সকালে প্রধানমন্ত্রীর দেওয়া এমন চমকে শুধু বন্যাই নয়, বিষ্মিত হয়ে যান উপস্থাপিকাও। ওই মুহূর্তে দর্শকদের টেলিফোন নিচ্ছিলেন তিনি। হঠাৎ করেই ফোন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চান রেজওয়ানা চৌধুরী বন্যাকে। উপস্থাপিকা ফোনের লাইন দেন বন্যাকে। এরপরই বন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।রেজওয়ানাও প্রধানমন্ত্রীর কাছে অশেষ কৃতজ্ঞতা ও প্রধানমন্ত্রীর টেলিফোন এবারের জন্মদিনে তার শ্রেষ্ঠ প্রাপ্তি বলে জানান।তিনি বলেন, ‘সত্যিই আমরা কৃতজ্ঞ। আমরা জাতি হিসেবে ধন্য। কেননা, আমরা একজন সংস্কৃতিমনা প্রধানমন্ত্রী পেয়েছি, যিনি কিনা সকালে ঘুম থেকে উঠে রবীন্দ্রসঙ্গীত শোনেন।’প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গীতপ্রীতির কথা অনেকেরই জানা। তবে তিনিও যে সকালে উঠে টিভি চালিয়ে রবীন্দ্রসঙ্গীত শোনেন তা হয়ত অনেকেরই জানা ছিল না। আজকের ফোনে বন্যাই শুধু চমকে ওঠেননি, অনেক দর্শকও হয়ত অবাক হয়েছেন।