বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ১২ দিনের সফর শেষে শুক্রবার লন্ডন ফিরেছেন। সফরকালে তিনি কুয়ালালামপুরের জালান কিয়া পেঙ-এ বিখ্যাত প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চেকআপ করান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে ১২ই জুন পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের তুন রাজ্জাক হল-বি’তে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন। সেখানে র্যাব বিলুপ্তির পক্ষে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। শুক্রবার সকাল ১০টায় তারেক রহমান তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে করে কুয়ালালামপুর ত্যাগ করেন। এসময় এয়ারপোর্টে তাকে বিদায় জানান তার ব্যক্তিগত মুখ্য কর্মকর্তা মিয়া নূর উদ্দীন অপু এবং স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী। উল্লেখ্য, গত ২রা জুন মালয়েশিয়ায় আসেন তারেক রহমান।