সোমবার ইসলামী আন্দোলনের গণসমাবেশের কর্মসূচি ছিল।কিন্তু পুলিশের অনুমতি না দেয়ায় তারা গণসমাবেশ করতে পারেনি। পরে বায়তুল মোকাররমের উত্তর গেট দলটির নেতা-কর্মীরা মিছিল বের করতে চাইলে পুলিশ কাঁদানো গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় তার প্রতিবাদে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ নতুন কর্মসূচি ঘোষণা করেছে।সোমবার বিকেলে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এই নতুন কর্মসূচির ঘোষণা করেন।কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ২২ অক্টোবর বিক্ষোভ মিছিল, লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তির দাবিতে ৩১ অক্টোবর চট্টগ্রামে মহাসমাবেশ। আগামী ১৪ নভেম্বর খুলনা ও আগামী ২৬ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ লতিফ সিদ্দিকীর নাগরিকত্ব বাতিল করে দেশে এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।এ সময় নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম, মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদসহ মহানগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।