বুধবার, ৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

লতিফকে গ্রেফতার না করলে বৃহস্পতিবার হরতাল

hortal_45574

 

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আবদুল লতিফ সিদ্দিকীকে বুধবারের মধ্যে গ্রেফতার না করা হলে বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করবে হেফাজতে ইসলাম ও ইসলামী ঐক্যজোট।

আজ সোমবার দুপুরে হেফাজতে ইসলাম ও ইসলামী ঐক্যজোটের নেতারা পৃথক পৃথক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছেন। হেফাজত আমিরের প্রেস সচিব মুনির আহমেদ এবং ইসলামী ঐক্যজোটর যুগ্ম-মহাসচিব আবদুল্লাহ ওয়াসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার দুপুরে চট্টগ্রামে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয় হাটহাজারী মাদরাসায় সংগঠনের আমির শাহ আহম্মদ শফী ও মহাসচিব জোনায়েদ বাবুনগরীর উপস্থিতিতে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে আগামীকাল মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনেরও সিদ্ধান্ত নিয়েছে হেফাজত।