পদ্মায় লঞ্চডুবির ঘটনায় সমুদ্র পরিবহন অধিদফতরের নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন মো. শাজাহানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। রবিবার বেলা পৌনে ১২টায় পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া যাওয়ার পথে পদ্মা নদীতে লঞ্চডুবির পর এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অন্যরা হলেন-সমুদ্র পরিবহন অধিদফতরের স্পেশাল অফিসার (মেরিন সেফটি) গোলাম মাঈনউদ্দিন হাসান ও সমুদ্র পরিবহন অধিদফতরের মুখ্য পরিদর্শক মো. শফিকুর রহমান।নৌপরিবহন মন্ত্রণালয় রবিবার এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সমুদ্র পরিবহন অধিদফতরের মহাপরিচালকের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া নৌযান দুর্ঘটনা তদন্তের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের ইতোপূর্বে গঠিত তদন্ত কমিটিও এ দুর্ঘটনার তদন্ত করবে বলে ওই আদেশে জানানো হয়।