Thursday, December 12Welcome khabarica24 Online

লক্ষ্মীপুরের ১০ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আযহা

eid_34907

সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের ১০টি গ্রামে আজ শনিবার ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শারশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা গ্রামসহ ১০টি গ্রামের প্রায় সহস্রাধিক মানুষ আজ ঈদুল আযহা উদযাপন করছেন। রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও তালিমুন কোরান নুরানী মাদ্রাসা মাঠে সব চাইতে বড় ঈদের নামাজ সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা নেছার আহমদ। পরে পশু কোরবানির মধ্য দিয়ে ঈদ উদযাপন  করেন তারা। এছাড়া রায়পুরের দুটি গ্রামসহ মোট ১০টি গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে। বিভিন্ন পণ্যের সমাহারে ঈদ মেলার দোকানগুলোতে শিশু-কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।