রবিবার, ৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

লক্ষ্মীপুরের মেঘনায় ঝড়ে শতাধিক জেলে নৌকাডুবি

lonch-clash_99573

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে ঝড়ে প্রায় শতাধিক জেলে নৌকা ডুবির খবর পাওয়া গেছে। তবে এ ঘটনা কেউ নিখোঁজ হওয়ার খবর তাৎক্ষণিক পাওয়া যায়নি। এ সময় মেঘনা উপকূলীয় ইউনিয়নগুলোর প্রায় দেড় শতাধিক কাঁচা ঘরবাড়ি ক্ষতি হয়েছে। এ সময় গাছ পড়ে রামগতি-লক্ষ্মীপুর সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার বিকেল ৪ টা থেকে শুরু হয়ে পৌনে ৫ টা পর্যন্ত থেমে থেমে চলতে থাকা ঝড়বৃষ্টির সময় এ ঘটনা ঘটে। সাহেবেরহাট ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জেলেরা জানায়, ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীর লুধূয়া, পাতাবনিয়া, কটোরিয়া, মাতাব্বরনগর ও মতিরহাট এলাকায় শতাধিক জেলে নৌকা ডুবে যায়। তবে এ সময় বেশির ভাগ নৌকা ঘাটে নোঙর করা ছিলো। বেশ কয়েকটি নৌকা উপকূলের কাছাকাছি থাকায় নৌকা ডুবে গেলেও জেলেরা সাঁতার কেটে কুলে উঠতে পারে। তবে এখনো কোনো নিখোঁজের খবর পাওয়া যায়নি বলে জেলেরা জানায়। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ঝড়ে চরকালকিনি,সাহেবেরহাট, চরফলকন ও পাটোয়ারীরহাট ইউনিয়নের প্রায় শতাধিক কাঁচা ঘরের ক্ষতি হয়েছে। এছাড়া চরকালকিনি ইউনিয়ন পরিষদ কার্যালয় ও তালতলি বাজারের ৮থেকে১০টি দোকান ঘর ঝড়ে ক্ষতি হয়ে বলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফ উল্যাহ জানান। কলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল আওয়াল জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করে জেলা প্রশাসকের বরাবার পাঠানো হবে যাতে দ্রুত ক্ষতিগ্রস্তরা সহযোগিতা পায়।