বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ড্র করলো অন্যতম শিরোপা প্রত্যাশী জার্মানী। রোববার তারা ২-২ গোলে ড্র করে ক্যামেরুনের বিপক্ষে। জামার্নির বরুসিয়া পার্কে প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হয়। তবে দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসে দু’দলই। ম্যাচের ৬২ মিনিটে স্যামুয়েল ইতোর গোলে এগিয়ে যায় ক্যামেরুন। তবে ৬৬ মিনিটেই থমাস মুলার জার্মানিকে সমতায় ফেরান। আর ৭১ মিনিটে অ্যান্ড্রো গোল করলে ২-১ এগিয়ে যায় জার্মানি। কিন্তু ৭৮ মিনিটে ক্যামেরুনের মেক্সিম চউপো-মটিং গোল করলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় জার্মানিকে। গতকাল ড্র করেছে ফ্রান্সও। তারা ১-১ গোলে ড্র করে প্যারাগুয়ের বিপক্ষে। তবে জয় তুলে নিয়েছে বেলজিয়াম। তারা ২-০ গোলে হারায় সুইডেনকে। কিন্তু দিনের অন্য ম্যাচে হেরে গেছে হন্ডুরাজ। তারা ২-৪ গোলে হেরেছে ইসরাইলের কাছে।