বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টা হরতালের কারণে এসএসসি ও সমমানের ২২ ও ২৪ ফেব্রুয়ারির পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত ২২ ফেব্রুয়ারি রোববারের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায়। আার ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবারের পরীক্ষা হবে ৬ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে। শনিবার দুপুরে রাজধানীর হেয়ার রোডের বাসায় জরুরি সংবাদ সম্মেলনে পরীক্ষার পেছানোর কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরবর্তী পরীক্ষাগুলো নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।