সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রোববার লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবস্থা-ওবায়দুল কাদের

1000_157312
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের নীতি ও আদর্শের বিরুদ্ধে অবস্থান নেওয়া নেতা কিংবা মন্ত্রী যত প্রভাবশালী হোক না কেন তিনি দলে থাকতে পারবেন না।শুক্রবার বিকালে সাভারের আশুলিয়ায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রায় ১০০ মিটার নলাম সেতুর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনিএ কথা বলেন।এই সেতুর কাজ দীর্ঘ ১৭ বছর ঝুলে ছিলো।
তিনি বলেন, যারা গুরুত্বপূর্ণ পদে থেকে বেফাঁস কথাবার্তা বলছেন, আব্দুল লতিফ সিদ্দিকীকে বহিষ্কারের বিষয়টি তাদের জন্য একটি সতর্কবার্তা।আগামী রোববার আ’লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক ডাকা হয়েছে। সেখানে আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে।প্রধানমন্ত্রী বলেছেন, তাকে দলে রাখা হবে না। ওবায়দুল কাদের বলেন, লন্ডনে বসে শব্দবোমা ফাটিয়ে বাংলাদেশে আন্দোলন হবে না।নন-ইস্যুকে ইস্যু বানাতে গিয়েই রাজনৈতিক দল হিসেবে বিএনপি তাদের গুরুত্ব হারিয়ে ফেলেছে।দেশে এখন আন্দোলনের কোনো ইস্যু এখন নেই।

এ সময় স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সড়ক বিভাগের ঢাকার অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব হোসেন খান উপস্থিত ছিলেন।