সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রেকর্ডের দ্বারপ্রান্তে তামিম-ইমরুল

1_78584

একরাশি রেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের ৫ম দিনে ব্যাট করতে নেমেছেন তামিম ও ইমরুল। রেকর্ড শুধু তাদের ব্যক্তিগত নয়, দলেরও। দু’জনের সামনেই রয়েছে নিজেদের ব্যক্তিগত সর্বোচ্চ রানের হাতছ‍ানি। একইসঙ্গে ৩০০ রানের মাইলফলক থেকে সামান্য ২০ রান দূরে এই উদ্বোধনী জুটি।খুলনায় চতুর্থ দিনে পাকিস্তানের ৫টি উইকেট তুলে নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তানের জয়ের আশা ধ্বংস করে দিয়েছে তামিম ইকবাল-ইমরুল কায়েস জুটি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে রেকর্ড পার্টনারশিপে ভর করে উল্টো বড় লিড নেওয়ার পথে টাইগার বাহিনী। চতুর্থ দিন বিশাল লিড তাড়া করে খেলতে নেমে অবিচ্ছিন্ন জুটিতে পাকিস্তানি বোলারদের শাসন করে বাংলাদেশি উদ্বোধনী ব্যাটসম্যানরা। প‍াকিস্তানের নেওয়া ২৯৬ রানের বিশাল লিডকে টপকে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসের চতুর্থ দিনে মহাকাব্যিক দু’টি ইনিংস খেলেছেন তামিম এবং ইমরুল। দু’জনই হাঁকিয়েছেন শতক। ১৩৮ রানে অপরাজিত থেকে তামিম আর ইমরুল ১৩২ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের ব্যাটিংয়ে নেমেছেন। তামিমের ইনিংসটি ১৮৩ বলে ১৩টি চার আর ৪টি ছয়ে সাজানো। এদিকে ইমরুল ১৮৫ বল মোকাবেলা করে ১৫টি চার আর ৩টি ছক্কায় সাজানো তার ইনিংসটি।