শনিবার, ৯ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রেকর্ডটা পাকা করলেন নাদাল

27235_tnn

প্রথম সেটে জিতেও শিরোপার নাগাল পেলেন না জকোভিচ। লড়াকু নাদাল ফের বুক চিতিয়ে দাঁড়ালেন। জিতে নিলেন পরপর তিন সেট। ৩-১ এ সেটে জিতে নিলেন ফরাসি ওপেনের ফাইনাল। ঘরে তুললেন আরও একটি ক্লে কোর্ট শিরোপা। প্রমাণ করলেন ইনজুরি তার সামর্থকে খর্ব করতে পারেনি। লাল দূর্গে এখনও তিনিই রাজা। ফলে আরও একবার হতাশা নিয়ে ফিরতে হচ্ছে জকোকে। রোববার ফরাসি ওপেনের ফাইনালে স্পেনের তারকা রাফায়েল নাদাল ৩-৬, ৭-৫, ৬-২, ৬-৪ এ পরাস্ত করেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচকে। এটি নাদালের টানা পঞ্চম আর সাকল্যে নবম ফরাসি ওপেন শিরোপা। ৩ ঘন্টা ৩১ মিনিট সময় লাগে ফাইনাল শেষ হতে। ২৮ বছর বয়সী নাদালের গ্রান্ড স্লাম সংখ্যা দাঁড়ালো ১৪ তে। তবে এ পর্যন্ত আর কোন তারকাই কোন একক গ্রান্ড স্লামের শিরোপা নয়বার ঘরে তুলতে পারেন নি।