Saturday, November 2Welcome khabarica24 Online
Shadow

রিলিজ হচ্ছে শর্টফিল্ম দাগ এর প্রথম গান

 

 

 

বিনোধন ডেস্কঃ আগামী ১৭ ই নম্বেবর শুক্রবার রিলিজ হচ্ছে মাহমুদ মাহিন পরিচালিত শর্টফিল্ম দাগ এর প্রথম গান । গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও ন্যান্সি , গানটির মিউজিক ডিরেক্টর ইমরান নিজেই আর গানের কথা লিখেছেন স্নেহাশিষ গোষ। শর্ট ফিল্মটিতে অভিনয় করেছেন নিরব ইসলাম , সালহা খানম নাদিয়া , জিম , জোনায়েদ , আহসানুল হক মিনু সহ আর অনেকে ।

নেত্রকোনার প্রত্যন্ত একটি গ্রামে শর্টফিল্মটির চিত্রায়ন করা হয় । পরিচালক সূত্রে জানা গেছে সামনের ক্রিসমাস ডে – তে সিডি চয়েচ এর ব্যানারে রিলিজ হবে দাগ ।