শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রিপাবলিকানদের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ওবামার

48960_oba

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সিনেটের নবনির্বাচিত নেতা মিচ ম্যাককোনেল একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়লাভের ফলে সিনেটের নিয়ন্ত্রণ এখন রিপাবলিকানদের হাতে। অচিরেই নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদেও দলটি তাদের প্রভাব বিস্তার করবে। ওবামা তার বিবৃতিতে বলেছেন, পরবর্তী ২ বছর যথাসম্ভব ফলপ্রসূ করতে নতুন কংগ্রেসের সঙ্গে কাজ করার ব্যাপারে বেশ আগ্রহী তিনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। আগামীকাল হোয়াইট হাউসে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসবেন ওবামা। তিনি বলেন, আমরা নিশ্চিতভাবেই একসঙ্গে কাজ করার উপায় খুঁজে বের করতে পারি। অন্যদিকে, সিনেট নেতা মিচও ওবামার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্রের বিদ্যমান রাজনৈতিক অচলাবস্থায় ভোটারদের হতাশা দূর করতে ক্ষমতাসীন ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, এমন প্রত্যাশা রাজনৈতিক বিশেষজ্ঞদের। সিনেটের নতুন নেতা মিচ বলেন, অকার্যকর সিনেটকে তিনি কার্যকর করবেন এবং প্রস্তাব পাস করবেন। এর আগে দুই দলের একসঙ্গে কাজ করার ব্যাপারে কংগ্রেসের নিষ্ক্রিয়তায় মার্কিন ভোটাররা অসন্তোষ ও হতাশা ব্যক্ত করেছেন। মধ্যবর্তী নির্বাচনের প্রচারণার সময় এ ইস্যুটি বেশ গুরুত্ব পায়। পরিবর্তনকামী মার্কিন ভোটারদের উদ্দেশে প্রেসিডেন্ট ওবামা বলেন, আমি আপনাদের (কথা) শুনতে পাচ্ছি।