দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী বৃহৎ সামাজিক ও মানবকল্যানমূলক সংগঠন আনোয়ারার ৩নং রায়পুর ইউনিয়ন জনকল্যাণ সংস্থার কার্যকরী কমিটি গঠিত হয়েছে। সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মাষ্টার আহমদ ছফার সভাপতিত্বে ২রা মার্চ রায়পুর গাউছিয়া হল রুমে এক সাংগঠনিক সভায় সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়। সভায় বিশিষ্ট শ্রমিক নেতা ও সামাজিক ব্যাক্তিত্ব এস.এম জামাল উদ্দিনকে সভাপতি ও আনোয়ারা ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাপোস্টবিডি ডটকম এর প্রধান সম্পাদক এম. আলী হোসেন সাহেবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কার্যকরী কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবুল হাসান কাশেম, সহ-সভাপতি আকতার কামাল চৌধুরী সহ-সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু ছাদেক চৌধুরী খোকন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ ইউনুচ, অর্থ সম্পাদক আবদুল মন্নান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: ইউনুছ, দপ্তর সম্পাদক মেম্বার আবদুচ ছালেক, পাঠাগার সম্পাদক আবদুল মাবুদ, শিক্ষা ও কারিগরী সম্পাদক আব্দুল আলীম, সমাজকল্যান ও আপ্যায়ন সম্পাদক কামরুল ইসলাম। নির্বাহী সদস্যরা হলেন, আলমগীর হোসেন, আলমগীর আজাদ, আব্দুল জব্বার তালুকদার ও মাষ্টার মো: ইউসুফ। মেইলে ছবি সংযুক্ত আছে।
প্রেস বিজ্ঞপ্তি