Saturday, February 8Welcome khabarica24 Online

রাষ্ট্র মেরামতের ৩১ দফা আদায়ের দাবীতে মীরসরাইয়ে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

নিজস্ব প্রতিনিধি ::

বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (১ ফেব্রুয়ারি) মীরসরাই পাইলট স্কুল মাঠে এক যুব সমাবেশ মীরসরাই পৌরসভা যুবদলের সদস্য সচিব বোরহান উদ্দিন সবুজের সভাপতিত্বে যুবদল নেতা শেখ তারিফুল ইসলাম তারেক ও ছাত্রদল নেতা তরিকুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ৩১ দফা বাস্তবায়নের দাবীতে এক বিক্ষোভ মিছিল মহাসড়কের মীরসরাই সদর প্রদক্ষিন করে।

সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যে সৃষ্টি আওয়ামী অপতৎপরতার বিরুদ্ধে ঘোষিত উক্ত যুব সমাবেশে  প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: নুরুল আমিন । সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন মীরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান চৌধুরী, উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামসেদ কমিশনার, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তবারক হোসেন, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি নুরুল আলম কমান্ডার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরোয়ার হোসেন রুবেল, সদস্য আবু শাহাদাত সায়েম।  সমাবেশে বক্তাগন বলেন ‘আগামী নির্বাচনে জনগণের জনসমর্থন ছাড়া অংশ নেয়া যাবে না। তাই জনগণের আস্থা অর্জন করতে হবে। দলের নাম ভেঙে যারা সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি করে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছেন খুব শীঘ্রই তাদের জন্য খারাপ সময় অপেক্ষা করছে।’  আরো বলেন তারেক রহমানের ৩১ দফার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, কৃষক শ্রমিক খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা করে তাদের পাশে দাঁড়ানো। তাই আমাদের সকলের উচিত আগামী নির্বাচনকে সামনে রেখে ৩১ দফা বাস্তবায়নে পুরোদমে কাজ করে যাওয়া। সমাবেশ শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।