Saturday, January 25Welcome khabarica24 Online

রাষ্ট্রীয় সন্ত্রাস উস্কে দিচ্ছেন প্রধানমন্ত্রী; ফখরুল

fakrul_66375

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাস উস্কে দেয়ার অভিযোগ এনেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অস্ত্র ব্যবহারের স্বীকৃতি দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস উস্কে দিচ্ছেন প্রধানমন্ত্রী; মির্জা ফখরুলের অভিযোগ। তিনি বলেন, আত্মরক্ষার নামে অস্ত্র ব্যব্হারের স্বীকৃতি দিয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সন্ত্রাসে মদদ দিচ্ছেন।দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি। এসময় ফখরুল বলেন, পাঁচই জানুয়ারির ভোটারহীন নির্বাচনই প্রমাণ করে, শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দেশের পঁচানব্বই ভাগ মানুষ ভোট না দিয়ে আওয়ামী লীগকেই বর্জন করেছে বলেও মন্তব্য করেন তিনি।