শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন খবরিকা সম্পাদকের পিতা মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার

mukti sattar
নিজস্ব প্রতিনিধি::: দৈনিক যুগান্তর ও আজাদী প্রতিনিধি, পাক্ষিক খবরিকা সম্পাদক এবং মীরসরাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি মাহবুবুর রহমান পলাশ এর পিতা, মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবদুস সাত্তার ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। গত সোমবার (২৫মে) রাত ১১টা ৪৫ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ২ কন্যা, নাতী-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মঙ্গলবার দুপুর দুইটায় মীরসরাই পৌরসদরের কলেজ রোডস্থ নিজ বাসভবন (খবরিকা ভবন) এর পার্শ্বস্থ কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাযা শেষে তাঁকে দাফন করা হয়।
মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, মীরসরাই উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন শাহীন কাকলী, সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী ওলি, সমাজসেবা কর্মকর্তা জসীম উদ্দিন, মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ এমকে ভূঁঞা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদ, চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক শাহীদুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপি’র আহ্বায়ক নুরুল আমিন, সদস্য সচিব সালাহউদ্দিন, মীরসরাই কলেজ অধ্যক্ষ মোঃ শরীফ, মীরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, উপাধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফী, মীরসরাই প্রেস ক্লাব, মীরসরাই সাংবাদিক ইউনিয়ন, মীরসরাই রিপোটার্স ইউনিটি, পাক্ষিক খবরিকা ও দুর্বারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।