Saturday, January 25Welcome khabarica24 Online

রাষ্ট্রীয় মর্যাদায় বিজিবি সদস্য মিজানুর সমাহিত

26223_bgb

মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে নিহত নায়েক সুবেদার মিজানুর রহমানের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ বেলা আড়াইটার দিকে মিজানুরের নিজ গ্রাম দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ভেলানগরে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। এর আগে বেলা একটার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে মিজানুরের লাশ কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া মাঠে নেওয়া হয়। সেখান থেকে লাশ নেয়া হয় তার গ্রামে। এ সময় তার পরিবারের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় সেখানে বিজিবি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা ও জানাজা শেষে লাশ দাফন করা হয়। শহীদ মিজানুর রহমানের জানাজায় এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। এর আগে সকাল নয়টার দিকে বিজিবির নাইক্ষ্যংছড়ির ব্যাটালিয়ন সদর দপ্তরে মিজানুরের জানাজা অনুষ্ঠিত হয়। গত ২৮শে মে নাইক্ষ্যংছড়ির সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের ওপর মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি বিনা উসকানিতে গুলিবর্ষণ করলে গুলিবিদ্ধ হয়ে মিজানুর রহমান মারা যান। তার লাশ বিজিপি মিয়ানমারের অভ্যন্তরে নিয়ে যায়। দুই দিন উত্তেজনা চলার পর শনিবার শনিবার মিজানুরের লাশ ফেরত দেয় মিয়ানমার। এরপর দুর্গম পথ পেরিয়ে গতকাল লাশ নেয়া হয় কক্সবাজার সদর হাসপাতালে।