বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ১০ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রাষ্ট্রপতির নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে : ফখরুল

fakhrul_pic

বিএনপির ভারপ্রাপ্ত মাহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের শেষ সময়ে সংলাপ হবে বলে জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে রাষ্ট্রপতি আবদুল হামিদ যা বলেছেন তাতে তার নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে। তিনি দেশের জনগণের আস্থা হারিয়েছেন। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই। আজ শনিবার সকালে নয়াপল্টনের একটি হোটেলে রাজধানীতে দলের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বর্তমানে দিনে দুপুরে মানুষ খুন হচ্ছে। নদী-নালা, খাল-বিলে মানুষের লাশ ভাসছে, শবে বরাতের পবিত্র রাতে নিরীহ মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে। দিন দিন এই অরাজক পরিস্থিতি বেড়েই চলছে।তিনি বলেন, সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায়। সেজন্য বন্দুকের নলের নিচে ক্ষমতা কুক্ষিগত হচ্ছে। এভাবে দেশ চলতে পারে না।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ২০২১ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চায় বলেই অবৈধভাবে তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। আদালত ও রাষ্ট্রযন্ত্রকে তাদের পকেটে ভরে নিয়েছে।মির্জা ফখরুল বলেন, ফরমালিন নিয়ন্ত্রণের নামে কৃষকদের ক্ষতি করা হচ্ছে। মূল জায়গায় অভিযান না চালিয়ে আইন-শৃঙ্খলাবাহিনীকে ব্যবসা করার সুযোগ দেয়া হচ্ছে।তিনি আরও বলেন, র্যাব এখন প্রফেশনাল কিলারে পরিণত হয়েছে। তারা টাকার বিনিময়ে মানুষ খুন করছে। এই র্যাব বাতিল করতে হবে।মির্জা ফখরুল বলেন, সারাদেশের জনগণের একটাই দাবি, নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। বিএনপি দ্রুত নির্বাচন চায়। এই দাবির প্রতি সরকার অবজ্ঞা প্রদর্শন করলে তার পরিণত হবে ভয়াবহ।কাজী আসাদুজ্জামান আজকের এই প্রশিক্ষণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।