Sunday, January 19Welcome khabarica24 Online

রাষ্ট্রদ্রোহ মামলায় মোশাররফের বিরুদ্ধে অভিযোগ গঠন

image_67636.president-pervez-mu_788143c

 

পাকিস্তানের সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলায় আজ সোমবার অভিযোগ গঠন করেছেন দেশটির একটি বিশেষ আদালত। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মোশাররফের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। যদিও সব অভিযোগই অস্বীকার করেছেন তিনি। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে মোশাররফ দাবি করেন, তিনি সেই সময় দেশের ভালোর জন্যই জরুরি অবস্থার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই সময় জরুরি না করলে দেশের অনেক ক্ষতি হয়ে যেত। পাশাপাশি, নিজের চিকিৎসা এবং মায়ের অসুস্থতার জন্য দেশের বাইরে যেতে ইতিমধ্যেই আদালতে আবেদন করেছেন মোশাররফ। আজ সেই আবেদন নিয়েও সিদ্ধান্ত নেবে আদালত।
অবৈধভাবে সংবিধান স্থগিত এবং ২০০৭ সালে জরুরি অবস্থা জারির ঘটনায় মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। ওই মামলার প্রেক্ষিতে মোশাররফের বিরুদ্ধে এই অভিযোগ গঠন করা হলো। দোষী সাব্যস্ত হলে তাঁর মৃত্যুদণ্ডাদেশ হতে পারে। উল্লেখ্য, ১৯৯৯ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের ক্ষমতায় ছিলেন মোশাররফ।