রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রানা প্লাজার ধ্বংসস্তুপ থেকে আবারো হাড়গোড় উদ্ধার

42422_savarranaplaza_105503

রানা প্লাজার ধ্বংসস্তুপ থেকে আবারো হাড়গোড় ও মাথার খুলি উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টার সময় পথশিশুরা ধ্বংসস্তুপ থেকে হাড়লো খুঁজে পায়।সকালে স্থানীয় কয়েকজন পথশিশু ধ্বংসস্তুপের পেছনের দিকে রড খুঁজতে গিয়ে একটি মাথার খুলি ও কয়েকটি হাড়গোড় খুঁজে পায়। পরে তারা সেগুলো রানা প্লাজার সামনে স্থাপিত অস্থায়ী প্রতিবাদ স্তম্ভের বেদিতে রেখে পুলিশকে খবর দেন।
সাভার থানার উপপরিদর্শক (এসআই) এমদাদ হোসেন জানান, পথশিশুরা একটি মাথার খুঁলি ও ৮ থেকে ১০টি হাড়গোড় পেয়েছে। পুলিশ খবর পেয়ে এগুলো থানায় নিয়ে এসেছে। ডিএনএ টেস্টের জন্য এগুলো ঢাকা মেডিক্যালে পাঠানো হবে।
উল্লেখ্য, গত বছরের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়ে। ১৪ মে সেখানে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়। এরপরও রানা প্লাজার পাশে ফেলে রাখা ধ্বংসস্তুপ থেকে কঙ্কাল ও মাথার খুলিসহ হাড়গোড় উদ্ধার হচ্ছে।উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হলেও বেশ কিছু লাশ উদ্ধার হয়নি। এখন ধ্বংসস্তুপের মাঝে সেসব লাশ পাওয়া যাচ্ছে বলে এলাকাবাসীর ধারনা।