নারায়ণগঞ্জের আলোচিত সাতজনকে অপহরণের পর খুনের ঘটনায় র্যাবের সাবেক কর্মকর্তা লে. কমান্ডার এম এম রানার তৃতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সোমবার আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিন।সোমবার রিমান্ড শুনানির আগে আদালতে প্রেরিত আবেদনে বলা হয়, স্বাক্ষ্য প্রমাণে এটা প্রতীয়মান যে রানা সেভেন মার্ডারের ঘটনায় সম্পৃক্ত। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদে ইতোমধ্যে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। এজন্য আরো তথ্য উদঘাটনের জন্য তাদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন। রানাকে হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মামুনুর রশীদ মন্ডল।
শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দু দফায় ১৫ দিন তাকে রিমান্ডে নেয়া হয়। গত ১৭ মে মধ্য রাতে এম এম রানাকে ঢাকার সেনানিবাস থেকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। ৩০ এপ্রিল কলাগাছিয়া এলাকার শীতালক্ষ্যা নদী থেকে ৬ জনের ও ১ মে আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়।এ ঘটনায় নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন নজরুল ইসলামের স্ত্রী। এরপর নজরুলের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় সাত অপহরণ ও খুনে র্যাব জড়িত।