Saturday, November 2Welcome khabarica24 Online
Shadow

রাতের কাব্য : কাজী নাজরিন

দিনের শেষে প্রাণের আবেশে কাব্য নেশা জাগে
ঘুম ঘুম চোখে রাত্রি নিশিতে কাব্য সবার আগে।
রাতের বেলা চাঁদের উঁকি ঝুঁকি হরেক রকম ভাবায়
মৃদুমন্দ সমীরণ যেনো কবিতার আসর জমায়।
একাকী রাতে শব্দ শব্দ খেলা মনে আনে প্রশান্তি
কাব্য পাড়ায় আগমনে দূর হতে থাকে মনের সব ক্লান্তি।
রাতের কাব্য দাপিয়ে বেড়ায় দূর হতে বহুদূর
কাব্যের তুলিতে তাল মেলালে ভেসে ওঠে মধুর সুর।
ভুলগুলো সব ফুল হয়ে ফোটে রাতের কাব্য নেশায়
কবিতার ঢালা সাজাবো রাতে বসে থাকি সেই আশায়।
জানলার পাশে নিরালায় বসে নির্ঘুম কাটিয়ে দেয়া
কলমের উগ্রতা ডায়েরিতে উগলে স্বস্তি খুঁজে নেয়া।