রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রাজশাহীতে বাস উল্টে দুপরিবারের ৪ জন নিহত

index_81055
রাজশাহীর গোদাগাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে দু’পরিবারের ৪ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ২০ যাত্রী। মঙ্গলবার দুপুরে উপজেলার সোনাদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, রাজশাহী নগরীর আসাম কলোনীর আবুল কাশেমের স্ত্রী মরিয়ম বেগম (৫৫) ও তার ছেলে মহি উদ্দিন (৩৫) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের শহিদুল ইসলাম (৩৫) ও তার ছেলে মেহেদী হাসান (৮)। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।গোদাগাড়ী মডেল থানার ওসি আবু মোকাদ্দেম আলী জানান, শাহ মখদুম পরিবহন-০২ (রাজশাহী-ব-১৮৫৭) বাস যাত্রী নিয়ে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। এসময় মহাসড়কের সোনাদিঘী এলাকায় অপর একটি গাড়িকে অতিক্রম করতে দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে উল্টে যায়।এতে ঘটনাস্থলেই মরিয়ম বেগম ও তার ছেলে মহিউদ্দিন মারা যান। পরে রাজশাহী মোডকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহিদুল ও তার ছেলে মেহেদী মারা যায়। স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে ১০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর ১০ জনকে গোদাগাড়ী স্বাস্থ্য হাসপাতালে পাঠিয়েছে।