জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সরকার চাইলে গুম-খুন অপহরণ বন্ধ করা সম্ভব। এ জন্য পুলিশকে তাদের কাজে স্বাধীনতা দিতে হবে। তাহলেই খুন-গুম-অপহরণ বন্ধ করা সম্ভব। তিনি আরো বলেন, রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ হলে দেশে খুন-গুম বন্ধ হয়ে যাবে। আজ বৃহস্পতিবার পার্টির বনানী কার্যালয়ে টেম্পো অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীদের জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।এরশাদ বলেন, রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করুন সবকিছু বন্ধ হবে। যারা খুন-গুম-অপহরণের সঙ্গে জড়িত তারা জানে তাদের কিছু হবে না। কারণ তারা ওসিকে ফোন দিলেই বিষয়টি সমাধান হয়ে যাবে। তিনি বলেন, আজ খুন-গুম-অপহরণে দেশ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। চারদিকে খুন-গুম, আহাজারি। এমন একটা দিন নেই যেদিন খুন-গুম হয় না রক্ত ঝরে না, মানুষের আহাজারি নেই। আমরা এমন বাংলাদেশ দেখতে চাইনি।তিনি বিএনপির সমালোচনা করে বলেন, তাদের সময়ে একযোগে ৬৩ জেলায় বোমা হামলা করা হয়েছিল। রমনার বটমূলে বোমা মেরেছিল। আমাদের সময়ে বোমা ফোটেনি। বোমা দিয়ে মানুষের মন জয় করা যায় না। ভালোবাসা দিয়ে মন জয় করতে হয়। এরশাদ বলেন, দুই দলকে দেশের মানুষ চায় না। তাদের কর্মকাণ্ড দেশের মানুষ দেখেছে। মানুষ বোমা চায় না, বাংলাভাই চায় না। শান্তিতে থাকতে চায়।
তিনি চন্দ্রিমা উদ্যানের নাম পরিবর্তনের সমালোচনা করে বলেন, চন্দ্রিমা উদ্যানের নাম দেওয়া ছিল আমার। সে নাম বদলে অন্য নাম রাখা হয়েছিল। চন্দ্রিমা নাম ফিরে এসেছে। আল্লাহ এর বিচার করেছে। জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক পার্টির সভাপতি শাহ আলম তালুকদার। বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতি, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহী আজম, শ্রমিক ইউনিয়নের যোগদানকারী নেতা মুজিবুর রহমান মাস্টার, রফিকুল ইসলাম প্রমুখ।