শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রাজনীতিবিদদের সঙ্গে খালেদা জিয়ার ইফতার

khaleda zia (1)_282292

রাজনীতিবিদদের সঙ্গে নিয়ে ইফতার করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে রাজনীতিবিদদের সম্মানে খালেদা জিয়ার উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। প্রতিবছর ৩য় রমজানে রাজনীতিবিদদের সঙ্গে নিয়ে ইফতার করে খালেদা জিয়া।খালেদা জিয়া বিকেল ৬টা ৩৫ মিনিটে বসুন্ধরা কনভেনশন সেন্টারে উপস্থিত হন। এ সময় তিনি রাজনীতিবিদদের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজ-খবর নেন। ইফতারের আগে দেশের সমৃদ্ধি ও সাফল্য কামনা করে মোনাজাত করা হয়।ইফতার মাহফিলে বিকল্পধারার সভাপতি ডা. এ কিউ এম বদরুদোজ্জা চৌধুরী, জাসদের সভাপতি আ স ম আব্দুর রব, জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, কল্যান পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মাদ মেজর জেনারেল (অব.) ইব্রাহিম বীর প্রতিক, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য আব্দুল হালিম, ইসলামী ঐক্যজোটের চেযারম্যান আব্দুল লতিফ নেজামী, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, এম কে আনোয়ার, বেগম সারোয়ারি রহমান, ড. মঈন খান, লে. জে (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, কামাল ইবনে ইউসূফ প্রমুখ উপস্থিত ছিলেন।