Sunday, January 19Welcome khabarica24 Online

রাজধানীর সবুজবাগে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

image_70987.road-accident

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর সবুজবাগের বৌদ্ধমন্দির সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় একটি পিকআপ ভ্যানের হেলপার নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন সবুজবাগ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) বিকাশ কুমার ঘোষসহ আরও তিন জন।
নিহত পিকআপ ভ্যানের হেলপারের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর। আহত অন্য দু’জন হলেন- পিকআপ ড্রাইভার আবুল হোসেন ও লরি ড্রাইভার রাসেল।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সড়ক দিয়ে একটি লরি দ্রুতগতিতে যাচ্ছিল। সেটিকে থামাতে ইঙ্গিত দেয় এসআই বিকাশের নেতৃত্বাধীন টহল পুলিশের একটি দল। এর আগে থেকে সড়কটির পাশে পিকআপ ভ্যান থামিয়ে চাকার পাংচার সারছিলেন ওই হেলপার।
পুলিশের সিগন্যাল অমান্য করে লরিটি সড়কের পাশে দাঁড় করানো পিকআপ ভ্যানটিকে ধাক্কা দিয়ে ফুটপাতে উঠে যায়। এতে পিকআপ ভ্যানের নিচে থাকা হেলপার ঘটনাস্থলেই মারা যান।আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।