সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রহমতাবাদ স্টুডেন্ট’স ফোরামের আহব্বায়ক কমিটি গঠিত


নিজস্ব প্রতিবেদক:: মীরসরাইয়ের মিঠানালা ইউনিয়নের ‘রহমতাবাদ স্টুডেন্ট’স ফোরাম’ এর আহব্বায়ক কমিটি শুক্রবার (৯ আগষ্ট) সন্ধ্যা ৭ টায় গঠন করা হয়।
সংগঠনের উপদেষ্টা মাওলানা মোঃ কেফায়েত উল্ল্যাহ, মোঃ শেখ ফরিদ, মোঃ কলিম উল্যাহ, মোঃ শিহাব উদ্দিন, মোঃ আমিরুল ফারুকী ও আখতার ফারুক মামুন এর সম্মতিক্রমে মোঃ সাখাওয়াত হোসেনকে আহব্বায়ক, মোঃ সরওয়ার হোসেনকে সদস্য সচিব করে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়।
কমিটির বাকি সদস্যরা হাফেজ মোঃ মহসিন, আব্দুল আল ফাহাদ, আব্দুর রহমান, ইব্রাহিম বাদশা, তাসিব হোসেন, আব্দুল আল মাহমুদ, মোঃ নাহিদুল হাসান মাহিন, মোঃ জিসান।
রহমতাবাদ স্টুডেন্ট’স ফোরামের আহব্বায়ক সাখাওয়াত হোসেন বলেন, আমাদের সংগঠনের মূল কাজ হচ্ছে শিক্ষার্থীদের মান উন্নয়ন নিয়ে কাজ করা। আমাদের এলাকার অনেক হত দরিদ্র শিক্ষার্থী আছেন তাদের নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। সেজন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।