শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রমীলা বিশ্বকাপ ক্রিকেটে সেরা-বোলার সালমা

index_85786
শিরোপা জিততে না পারলেও শীর্ষস্থানে উঠে এসেছেন প্রমীলা ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় সালমা। আইসিসির সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে প্রমীলা টি-২০ বোলারদের মধ্যে ১ নাম্বারে উঠেছেন সালমা। সালমার মোট পয়েন্ট ৬৫০। দ্বিতীয় অবস্থানে থাকা শ্রীলঙ্কার প্রাবোধানির পয়েন্ট ৬৪৯। ৩ নাম্বারে রয়েছেন নিউজিল্যান্ডের মোরনা নিলসেন, তার পয়েন্ট ৬৪৫। এ ছাড়া টোয়েন্টি২০ অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ে সালমার অবস্থান ৩।এদিকে প্রমীলা টি-২০ সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন।একাদশের অধিনায়ক হিসেবে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক শার্লট এডওয়ার্ডসকে। সেরা একাদশে রানার্সআপ ইংল্যান্ডের ৪ জন, চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের ২ জন ও বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ডের ১ জন করে ক্রিকেটার রয়েছেন।আইসিসির ম্যাচ রেফারির এলিট প্যানেলের ডেভিড বুনের নেতৃত্বে এক দল বিশেষজ্ঞ বাংলাদেশের কন্ডিশনের বিবেচনায় বিশ্বকাপে পারফরমেন্সের ভিত্তিতে দলটি বাছাই করেছে। টুর্নামেন্টে বাংলাদেশের সেরা খেলোয়াড় সালমা খাতুন অফস্পিনে ৮ উইকেট নিয়েছেন।আইসিসি ওয়ার্ল্ড টি-২০ প্রমীলা দল : সুজি বেটস (নিউজিল্যান্ড), শার্লট এডওয়ার্ডস (ইংল্যান্ড), মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া), সারাহ টেইলর (ইংল্যান্ড), স্টেফানি টেইলর (ওয়েস্ট ইন্ডিজ), ডিয়ান্ড্রা ডট্টিন (ওয়েস্ট ইন্ডিজ), এলিসে পেরি (অস্ট্রেলিয়া), ন্যাট্যালি শিভার (ইংল্যান্ড), সালমা খাতুন (বাংলাদেশ), পুনম যাদব (ভারত), আনিয়া শ্রুবশোল (ইংল্যান্ড)।