নিজস্ব প্রতিনিধি :: পাক্ষিক খবরিকার প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ কাষ্টমস অফিসার্স এসোসিয়েশান ( বাকায়েভ) এর সাবেক সভাপতি জনাব কামরুল ইসলাম চৌধুরী সোমবার ( ২৯ মে) সকাল ১০টায় উত্তর মোবারকঘোনা আবাসন প্রকল্পে কিছু মানবিক সাহায্য প্রদান করেন। এসময় তিনি উল্লেখিত গ্রামের ৭০ টি পরিবারের মাঝে পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী ক্রয়ের জন্য নগদ সাহায্য প্রদান করেন। আবার উক্ত গ্রামের ৩ শতাধিক দুঃস্থ পুরুষ মহিলার মাঝে শাড়ি, লুঙ্গি, ওড়না, থীপিচ , পায়জামা, শিশুদের কাপড় বিতরণ করেন।