বিএনপি জোটের রবিবার থেকে ডাকা টানা ৭২ ঘণ্টার হরতালের কারণে ফের পিছিয়েছে এসএসসি পরীক্ষা। রবিবার ইংরেজি ১ম পত্রের পরীক্ষা আগামী ১৩ ফেব্রুয়ারি শুক্রবার এবং মঙ্গলবারের ইংরেজি ২য় পত্রের পরীক্ষা ১৪ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৩ তারিখের পরীক্ষা ৯টায় এবং ১৪ তারিখের পরীক্ষা ১০টায় অনুষ্ঠিত হবে। চট্রগামের সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ ঘোষণা দেন। এর আগে বিএনপি জোটের হরতালের ৪ দিন পিছিয়ে ৬ তারিখ থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়।এদিকে, শনিবার দেশব্যাপী শুরু শেষ হয়েছে এসএসসি ও সমমানের দ্বিতীয় দিনের পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত চলে এ পরীক্ষা।