মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রবিবার বরিশালের ছয় জেলায় ২০ দলের সকাল-সন্ধ্যা হরতাল

image_176171.barisal map

 

বরিশাল বিভাগের ছয় জেলায় আগামী রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। আজ শুক্রবার সন্ধ্যায় জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে হরতালের বিষয়টি সাংবাদিকেদর নিশ্চিত করা হয়।এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ারের বলেন, বিএনপির চেয়ারপারসনকে অবরুদ্ধ করে রাখা, চলমান অবরোধ কর্মসূচিতে বিএনপির মহাসচিবসহ ২০ দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার-নির্যাতন ও হত্যার প্রতিবাদে উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহউদ্দিন ফরহাদের বাসভবনে নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক হয়। ওই সভায় বরিশাল বিভাগের ছয় জেলায় সর্বাত্মক এই হরতাল পালনের সিদ্ধান্ত হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, উক্ত বৈঠকে উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাউদ্দিন, সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমির আমিনুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন, সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন উপস্থিত ছিলেন।