আগামী রবিবার (২২ ফেব্রুয়ারি) থেকে ফের ৭২ ঘণ্টা হরতাল আহ্বান করেছে ২০ দলীয় জোট। চলমান অব্যাহত অবরোধ কর্মসূচির পাশাপাশি রবিবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত এ হরতালের ডাক দেওয়া হয়েছে।বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।হরতালের বাইরে সোমবার জেলা, মহানগর, উপজেলা ও ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ সমাবেশ করবে ২০ দল। এছাড়া ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে অবরোধ শিথীল করার কোন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না বলে জানিয়েছে বিএনপি সূত্র।