বুধবার, ৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রবাসেও জাতীয় পার্টির সংগঠন করতে হবে : এরশাদ

image_137760.ershad n

 

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে যেখানে বাংলাদেশি নাগরিকরা অবস্থান করছেন, সেখানে জাতীয় পার্টির শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে। তিনি বলেন, জাতীয় পার্টির সরকারই বিদেশে জনশক্তি রপ্তানির পথ প্রদর্শন করেছে। আর তাই এখন জনশক্তি খাত থেকে আমরা বিপুল বৈদাশিক মুদ্রা অর্জন করছি।
আজ বৃহস্পতিবার তার বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে জাতীয় পার্টি কুয়েত রাজ্য শাখার নেতাদের সঙ্গে এক মতবিনিময় বৈঠকে এ কথা বলেন।
এ সময় তিনি জাতীয় পার্টি কুয়েত রাজ্য শাখার নবগঠিত কমিটিও অনুমোদন দেন। এতে মাহমুব আলী হাজিকে সভাপতি এবং মো. হযরত আলী মল্লিককে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।
এসময় জাতীয় পার্টির নেতা আসাদ সিদ্দিকী এবং কুয়েত জাতীয় পার্টির নেতা ফারুকুল ইসলাম প্রধান, মো. রমিজ উদ্দিন ভান্ডরী, মো. হযরত আলী মল্লিক, হোসেন মুরাদ চৌধুরী, এম এ ইউসুফ রানা ও মো. সাবের আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, প্রবাসে বাংলাদেশের সুনাম রক্ষা করে চলতে হবে, যাতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়। তিনি বলেন, আমাদের নাগরিকরা যতো দক্ষতা, একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবে, ততোই আমাদের শ্রম বাজার প্রসারিত হবে। তিনি বেকার সমস্যা সমাধানের জন্য বিদেশে শ্রম বাজার বাড়ানোর জন্য গুরুত্ব আরোপ করেন।