রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রওশন এরশাদের সঙ্গেও বৈঠক করবেন সুষমা

image_100682.roushan ershad

জাতীয় সংসদ কার্যালয়ে বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের সঙ্গে বৈঠকে করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন সূত্র সুষমা স্বরাজের এ বৈঠকের কথা নিশ্চিত করেছে।হাইকমিশন সূত্র জানায়, যাওয়ার আগে আগামীকাল (শুক্রবার) সকালে সাড়ে ১০টার পর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সুষমা।সর্বোচ্চ ৩০ মিনিটের এ বৈঠক শেষ করেই বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করতে জাতীয় সংসদে যাবেন সুষমা। সেখান থেকেই মাত্র ৪০ ঘণ্টার ঢাকা সফর শেষ করে দুপুর সাড়ে ১২ টায় হযরত শাহজালাল বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তিনি।