বুধবার, ৬ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

যুবলীগ নেতা রানার পিতার মৃত্যুতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও মাহবুব উর রহমানের শোক প্রকাশ


নিজস্ব প্রতিবেদক :: মীরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, সাবেক উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাইনুর ইসলাম রানার পিতা আবুল কালাম আজাদ শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
রবিবার (৩ এপ্রিল) ১১ টায় মরহুমের নিজ বাড়ির সামনে জানাজা অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন সুধীসমাজ এবং স্থানীয় জনসাধারণ অংশগ্রহন করেন। জানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক ও দূ:খ প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আইটি বিশেষজ্ঞ মাহবুব উর রহমান রুহেল। জানা যায়, তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।
রোববার ভোরে নিজ বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি মৃত্যুকাল পর্যন্ত ওয়ার্ড আওয়ামীলীগের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের সহ-সভাপতি ছিলেন।