শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

যুদ্ধ পরিকল্পনা ফাঁস করেছেন বারাক ওবামা!

image_188168.obama (3)

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইরাকসহ মধ্যপ্রাচ্যে সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দমনে গ্রহণ করা যুদ্ধ পরিকল্পনা ফাঁস করে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন দেশটির সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল পল ই ভ্যালেলি। গতকাল শনিবার নিউজম্যাক্স টেলিভিশনের আমেরিকাস ফোরাম নামের এক শোতে তিনি এ কথা বলেন।কনজারভেটিভ ট্রিবিউনের খবরে বলা হয়, সেন্টার ফর সিকিউরিটি পলিসি নামের একটি সংগঠনের সেনা কমিটির প্রধান ভ্যালেলি মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে কয়েকটি গুরুতর অভিযোগ করেন। এর একটি হলো কংগ্রেসে দেওয়া ওবামার বক্তব্যে আইএসবিরোধী যুদ্ধের কৌশল ফাঁস করা। ভ্যালেলি বলেন, মার্কিন প্রেসিডেন্ট তিন বছরের মধ্যে আইএস জঙ্গিদের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনার কথা বলেছেন। এ ধরনের বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
ওবামার উদ্দেশে সাবেক এই সেনা কর্মকর্তা আরো বলেন, আইএসের মতো বড় হুমকির বিরুদ্ধে সামরিক ও জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশ করা অনুচিত। এ ধরনের কৌশল গোপন রাখা উচিত। এ সময় তিনি বলেন, ওবামার এ ধরনের পরিকল্পনা ফাঁস যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কাজে লাগাতে পারে শত্রুরা। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দেওয়া ভাষণে আইএস জঙ্গিদের দমনে বিশেষ ক্ষমতা প্রয়োগের অনুমোদন দিতে মার্কিন আইনপ্রণেতাদের আহ্বান জানান ওবামা। ওই বক্তব্যে মধ্যপ্রাচ্যে আরো সাঁড়াশি অভিযানের ঘোষণা দেন তিনি।