সাম্প্রতিক সময়ে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দেখা দিয়েছে বলে সতর্ক করেছে ওয়াশিংটন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানীতে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল এ সতর্কবাণী উচ্চারণ করেছেন বলে জানিয়েছে বিবিসি।হেগেল বলেন, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরাকে আইএস’র অগ্রযাত্রা রুখতে সহায়তা করলেও জঙ্গিরা আবার সংগঠিত হয়ে উঠতে পারে বলে ধারণা করা যায়। তারা শুধু একটি সন্ত্রাসী গোষ্ঠী নয়, এর থেকেও বেশি কিছু। আইএস কর্তৃক যুক্তরাষ্ট্রের অপহৃত সাংবাদিক জেমস ফোলির শিরচ্ছেদ করার ভিডিও পোস্ট করার পর এই সতর্কতা জানালেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। ফোলির হত্যাকাণ্ডের বিষয়ে যুক্তরাষ্ট্র একটি আনুষ্ঠানিক ফৌজদারি তদন্ত শুরু করেছে। ফোলি ও সিরিয়ায় বন্দী যুক্তরাষ্ট্রের অন্য নাগরিকদের উদ্ধারের প্রচেষ্টায় চলতি গ্রীষ্মে যুক্তরাষ্ট্র একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করলেও তা ব্যর্থ হয়েছে বলে এরই মধ্যে জানা গেছে। এ ছাড়া ফোলির মুক্তির বিনিময়ে আইএস ১৩২ মিলিয়ন ডলার মুক্তিপণ চেয়েছিল, এমন একটি খবরও বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। তবে প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে আইএস’র বিরুদ্ধে ইরাকে চলমান যুক্তরাষ্ট্রের সীমিত বিমান হামলা অভিযানে কোনো পরিবর্তন আনার ইঙ্গিত দেননি হেগেল। বিবিসি।