মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে খালেদা

khaleda-givson_62268

 

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন।আজ বুধবার বিকাল ৫টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান বিদেশি এই কূটনীতিক। ওই কার্যালয়ের দোতলার চেম্বারে যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে বৈঠক করছেন খালেদা। অন্য সময় এই ধরনের বৈঠকে কয়েকজন উপদেষ্টা থাকলেও এই বৈঠকে তাদের কাউকে সঙ্গে রাখেননি খালেদা জিয়া।বিকালে হাইকমিশনারের পতাকাবাহী ল্যান্ড ক্রুজার গাড়িটি বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের ফটক দিয়ে ভেতরে ঢোকে। ৩ জানুয়ারি খালেদা এই কার্যালয়ে অবস্থান নেওয়ার পর থেকে প্রধান ফটকটি বন্ধ ছিল। আর এরই মধ্য দিয়ে ৩৯ দিন পর খালেদার কার্যালয়ের প্রধান ফটকটি খোলা হলো। ফটক ঘেঁষে রাখা কারটিও সরিয়ে নেওয়া হয় হাইকমিশনারের গাড়িটি আসার কয়েক মিনিট আগে।ফটকে রবার্ট গিবসনকে অভ্যর্থনা জানান বিএনপির চেয়ারপারসনরের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, প্রেসসচিব মারুফ কামাল খান ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।গত ৩ জানুয়ারি থেকে গুলশানের কার্যালয় অবস্থান করা খালেদার সঙ্গে এটাই কোনো বিদেশি কূটনীতিকের প্রথম সাক্ষাৎ।