বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

যানজট রোধে আগামী মাসে বিশেষ অভিযান : যোগাযোগমন্ত্রী

image_73035.obaidul kader (2)
আগামী মাসে মহাসড়কগুলোতে যানজট ও দুর্ঘটনা রোধে বিশেষ অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সকাল ১১টায় গাজীপুরের মীরেরবাজারে ঘোড়াশাল টঙ্গী সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।যোগাযোগমন্ত্রী বলেন, মহাসড়কের যানজট ও দুর্ঘটনা রোধে মন্ত্রণালয় থেকে দুইটি কমিটি করা হয়েছে। এর মধ্যে একটির রিপোর্ট এরই মধ্যে পাওয়া গেছে। অপরটি চলতি মাসের মধ্যেই পাওয়া যাবে। রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে।ঘোড়াশাল-টঙ্গী সড়কের সংস্কার কাজ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ১৬ কোটি টাকা ব্যয়ে এ রুটের সংস্কার কাজ চলছে। আগামী জুনের মধ্যে এ কাজ শেষ হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, সড়ক বিভাগের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাবুদ্দিন খান ও নির্বাহী তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহিবুল ইসলাম।