সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যানজট ও রাস্তাঘাট নিয়ে সার্বিকভাবে তিনি মোটামুটি সন্তুষ্ট। পুরোপুরি খুশি হতে পেরেছেন, তা বলার উপায় নেই। এবার তিনটি বিষয় যুক্ত হওয়ায় সড়ক-মহাসড়ক যানজটমুক্ত রাখা খুবই চ্যালেঞ্জের ছিল। এ চ্যালেঞ্জ মোটামুটি অতিক্রম করা গেছে। বেশির ভাগ জায়গায় মানুষ স্বস্তি পেয়েছে। শুধু গাজীপুরের চন্দ্রাতে দুর্ভোগ হয়েছে। তিনি বলেন, “সে জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।”মন্ত্রী আজ শনিবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঈদ ও পূজা উপলক্ষে মহাসড়কে যানজট ও রাস্তাঘাটের অবস্থা পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।মন্ত্রী বলেন, সার্বিক পরিস্থিতি ভালো। বাসে যাত্রীদের তেমন চাপ নেই। আর রাস্তায় যানবাহনের সংখ্যাও কম। ঈদ ও পূজা উপলক্ষে যারা বাড়ি যাবে, তাদের মধ্যে বেশির ভাগই চলে গেছেন। ঢাকা-চট্টগ্রাম, জয়দেবপুর-ময়মনসিংহ, সিলেট, যশোর, খুলনা, ফরিদপুর সড়কে আজ শনিবার কোথাও কোনো ঝামেলা হয়নি। সকালের দিকে চন্দ্রায় এলাকায় একটি দুর্ঘটনা ঘটে। ১০ মিনিটের মধ্যে রেকার এসে সমস্যার সমাধান করেছে।মন্ত্রী আরো বলেন, যানজট যেখানে হওয়ার কথা না, সেখানে হয়েছে। উত্তরবঙ্গের রাস্তাগুলো ভালো। চন্দ্রা মোড় আগের চেয়ে প্রশস্ত করা হয়েছে। কিন্তু দুর্ঘটনা ও পশুবাহী ট্রাক বিকল হওয়াতে পরশু রাতে তিন ঘণ্টার মতো যানজট ছিল। শনিবার সকালে কোনো যানজট হয়নি। নির্বিঘ্নে যানবাহন চলাচল করছে।এবার পবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজা একসঙ্গে হওয়ায় আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা অংশ চলে গেছে পূজামণ্ডপে, একটি অংশ কোরবানির পশুর হাটে এবং আরেকটি অংশ রয়েছে সড়ক-মহাসড়কে। তারপরও যে সমস্যা হওয়ার কথা ছিল, সে রকম কিছু হয়নি। এ সময় মন্ত্রীর সঙ্গে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ফোর লেন প্রকল্পের কর্মকর্তা গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী মহিবুল হকসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।