মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

যাকাতের কাপড় নিতে এসে পদদলিত হয়ে দুই নারীর মৃত্যু

মানিকগঞ্জে শহরের গার্লস স্কুল রোড এলাকায় বৃহস্পতিবার সকালে যাকাতের কাপড় নিতে এসে পদদলিত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার বারইল গ্রামের আইনুদ্দিনের স্ত্রী জামেলা খাতুন (৫৫) এবং পৌর এলাকার নয়াকান্দি গ্রামের আকবর আলীর স্ত্রী হাসনা বেগম (৫০)।এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মানিকগঞ্জ শহরের গার্লস স্কুল রোড এলাকার একটি বাসায় সৈয়দ মাকসুদ রুনু নামের এক ব্যক্তি যাকাতের কাপড় বিলি করবে। এমন খবরে যাকাতের কাপড় নিতে রাতের সেহরি খাওয়ার পর থেকেই হাজার হাজার মানুষ ভিড় জমায়। সকাল সাড়ে ৫টার দিকে কাপড় দেয়া শুরু করার আগেই ভিড়ের চাপে এবং পদদলিত হয়ে বেশ কিছু নারী অসুস্থ হয়ে পড়েন।
তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুই জন মারা যান। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।