শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

যশোরে ৩৬টি স্বর্ণের বারসহ পাঁচ ভারতীয় আটক

jessore gold recovery pic_114292

যশোরে একটি যাত্রীবাহী বাস থেকে চার কেজি ৪০০ গ্রাম ওজনের ৩৬টি স্বর্ণের বারসহ পাঁচ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার বেলা ২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের লাউজানি এলাকা থেকে বেনাপোলগামী বিআরটিসি বাস তল্লাসি করে স্বর্ণসহ এ ভারতীয় নাগরিকদের আটক করা হয়।আটককৃতরা হলো- ভারতের মহারাষ্ট্রের নাকপুর এলাকার বিজয় কুমার চন্দ্র, একই এলাকার রুহিত অশোক, কামাল ওথারার, রাজকুমার ও আহমেবাদের রাকেশ।যশোর বিজিবির অধিনায়ক কর্ণেল মতিউর রহমান জানান, বিআরটিসি পরিবহনে করে আটক পাঁচ যাত্রী দেশে ফিরে যাচ্ছিলেন। এসময় তারা ৩৬টি স্বর্ণের বার (৪ কেজি ৪০০ গ্রাম স্বর্ণ) পাচার করে নিয়ে যাচ্ছিলেন। বিজিবি সদস্যরা যশোর-বেনাপোল মহাসড়কের লাউজানি এলাকায় বিআরটিসি বাস থামিয়ে তল্লাসি করে এ স্বর্ণের বার উদ্ধারসহ তাদেরকে আটক করেছে।