Thursday, January 23Welcome khabarica24 Online

যশোরের ধানক্ষেতে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ

imag

যশোর সদর উপজেলার মাহিদিয়ার মাঠে আজ বৃহস্পতিবার সকালে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করে। পিটি-৬ নামের ঐ বিমানের আরোহী স্কোয়াড্রোন লিডার ফারুক ও ক্যাপ্টেন জামি দুজনই সুস্থ আছেন। তবে বিমানের একটি পাখা ফেটে গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমানবাহিনীর যশোর মতিউর রহমান ঘাঁটি থেকে বেলা ১০টা ৩০ মিনিটে বিমানটি আকাশে ওড়ে। এরপর যান্ত্রিক ত্রুটির কারণে বেলা ১১টা ২২ মিনিটে মাহিদিয়ার একটি কাদাযুক্ত ধানক্ষেতে বিমানটি অবতরণ করতে বাধ্য হন পাইলট। খবর পেয়ে উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। এ প্রতিবেদন লেখার সময় বিমানবাহিনীর কর্মীরা বিমানটি ঘিরে রেখেছে। এলাকার শত শত মানুষ বিমানটি দেখার জন্য ভিড় করছে। এ ব্যাপারে টেলিফোনে বিমানবাহিনীর নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করা হলে কোনো কর্মকর্তাই কথা বলতে চাননি।