Saturday, November 2Welcome khabarica24 Online
Shadow

যবিপ্রবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

just_122770

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নাইমুল ইসলাম রিয়াদের হত্যার ঘটনায় ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম হাসানকে বহিস্কার করা হয়েছে। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। ঘটনার তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা হায়াতুজ্জামান মুকুল জানান, বিকালে উপাচার্য প্রফেসর ড.আব্দুস সাত্তারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও ফিশারিজ বিভাগের ছাত্র সুব্রত কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ছাত্র শামীম হাসানকে সাময়িক বহিস্কার করা হয়েছে। ঘটনার তদন্তে মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড.ইকবাল কবির জাহিদকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।