ময়মনসিংহের পাঁচ খুনের মামলায় ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও দুইজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।আজ দুপুরে ময়মনসিংহ বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ড. মোহাম্মদ আমির উদ্দিন এ রায় দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- সিরাজুল, আব্দুস সাত্তার, মানিক, বারেক, আজিজুল, ফজলুল করিম, সফুর উদ্দিন, নূর মোহাম্মদ, কাশেম, হক মিয়া, আবু তাহের ওরফে নকুল, রমজান ও আবুল খায়ের।এর মধ্যে সাত্তার পলাতক রয়েছেন। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- জসিম উদ্দিন ওরফে জসু ও আব্দুর রাজ্জাক। এর মধ্যে রাজ্জাক পলাতক। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের দণ্ড দেওয়া হয়েছে।