রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ম্যাডোনার নতুন প্রেম!

untitled-25_67404
নতুন সঙ্গী খুঁজে পেয়েছেন ম্যাডোনা। ডাচ কোরিওগ্রাফার টিম স্টিফেনসের সঙ্গে তাকে প্রায়ই দেখা যাচ্ছে। সম্প্রতি সুইজারল্যান্ডের ফ্যাশন ডিজাইনার ভ্যালেন্টিনোর এস্টেটে অতিথি হয়েছিলেন ম্যডোনা। তখনই টিমের সঙ্গে আলাপ পরিচয় হয় তার। তারপর থেকে এই যুগল এক সঙ্গে সময় কাটিয়েছেন। এরপর কয়েকদিন আগে তারা দেখতে গিয়েছিলেন ব্রডওয়ে মিউজিক্যাল ‘ইফ ইয়া হিয়ার মি’। তবে তারা বলেছেন প্রেম টেম কিছু নয়। নেহাতই সময় কাটাচ্ছেন।