Monday, February 10Welcome khabarica24 Online

মোশাররফ করিম এবার পানখোর

41747_e2

বিশেষ বিশেষ খাদ্যে বিশেষভাবে পারদর্শী মোশাররফ করিমকে দর্শক এ পর্যন্ত দেখেছে দু’বার। প্রথম দেখেছে চাখোর হিসেবে, যার দিনে পঞ্চাশ-ষাট কাপ চা ছাড়া চলে না। ট্রেনের ভেতর চায়ের অভাবে কি কাণ্ডকীর্তিই না করেছিলেন তিনি! এরপর জনপ্রিয় এ অভিনেতা হাজির হয়েছিলেন ঝালখোর হিসেবে। প্রেমের জন্য নিয়েছিলেন দেড়শ’টি মরিচ খাওয়ার চ্যালেঞ্জ! এবার তাকে দেখা যাবে পানখোরের ভূমিকায়। বাংলাভিশনে গত দুই ঈদে প্রচার হয়েছে ‘সেই রকম চাখোর’ ও ‘সেই রকম ঝালখোর’ নাটক দু’টি। এর নতুন কিস্তি হিসেবে আগামী কোরবানির ঈদে প্রচার হবে ‘সেই রকম পানখোর’। এবারের নাটকটিও লিখেছেন আশরাফুল চন্‌চল্‌, পরিচালনা করবেন মারুফ মিঠু। এবারের গল্পে মাত্রাতিরিক্ত পরিমাণে পান খাবেন মোশাররফ করিম। এ নিয়ে পরিবারে তাকে ঘিরে প্রচুর ঝামেলা সৃষ্টি হবে। স্ত্রীর সঙ্গে বিবাদ তার লেগেই থাকবে। নাটকটিতে তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন নাদিয়া। আগামী ২৪ ও ২৫শে সেপ্টেম্বর পুবাইলে নাটকটির দৃশ্যধারণ হবে।